Fundraising for COVID-19 Virus Outbreak, cyclone and flood in Bangladesh – 15 Days of Food Supply Distribution Program for the Families of Jobless Day-Laborers in Dhaka by BUET Batch 90

BUET Batch 90 nonprofit organization raised fund for the day-laborers in Bangladesh, who lost their earnings due to COVID-19 outbreak, cyclone and flood in Bangladesh and potentially can die out of hunger. Our plan is to provide 15-days of food supply to each family of 5~6 people, so that they can survive and stay home without spreading Corona Virus!

BUET Batch 90 non profit organization worked in Collaboration with Forum86 Foundation for the Food bag distribution program to feed the hungry and needy, who are affected by the Covid-19 virus outbreak. Buet Batch 90 members are actively involved to purchase, pack and distribute the food bags door to door.

Highlights

As of June 22, 2020, BUET Batch 90 nonprofit raised around $71,250 and 719,400 meals have been distributed to the jobless hungry families of Bangladesh. Foodbags were distributed in Cyclone Amphan affected areas of Hatia and Nijhum Dwip (Island) and various location of Dhaka city.

In addition, Buet Batch 90 also partnered with Ankur International to distribute food bags particularly in the Cyclone Amphan affected areas of Hatia and Nijhum Dwip (Island). A total of 1050 families received food bags, who were severely impacted by food shortages. For details please see here.

https://www.thikana.us/?p=52974&fbclid=IwAR10n5S27znyOAn0h3oOpQm4m2Ia2utj-3M6eNr-6m5X3LmnI_aYR6JSq_Q
News article published in Thikana (a US Newspaper)
Packing of Food Bag
Packing of Food Bag

বন্ধুরা:

সমস্ত পৃথিবী আজ করোনা ভাইরাস এ আক্রান্ত! চীন থেকে সুদূর ইতালিতে করোনা ভাইরাস মহামারী আকারে ছড়িয়ে পড়েছে! শুধু ইতালিতে প্রতিদিন ৭৫০ জন মৃত্যুর কবলে ঢোলে পড়ছে!

বন্ধুরা, পশ্চিমের উন্নত দেশ ইতালির জনসংখ্যার ঘনত্ব যেখানে মাত্র ৫৩২/বর্গ মাইল সেখানে করোনার ভয়ঙ্কর ছোবল থেকে দেশটিকে রক্ষা করা যাচ্ছে না!আর আমাদের গরিবতম দেশের রাজধানীঢাকা শহরের জনবসতি যেখানে ১৯,৫০০/বর্গ মাইল, সেখানে coronar প্রাদুর্ভাব হলে কি হতে পারে, তা ভাবনার অতীত!

আর যদি ঢাকা শহরের বস্তি এলাকার কথা ভাবি, তাহলেই অশনি সংকেতের তীব্রতা কোন পর্যায়ে যেতে পারে , সেটা আমরা টের পাবো! যে রোগকে প্রতিরোধ করার জন্য আমরা সবাই স্বেচ্ছায় গৃহ বন্দি হয়ে সোশ্যাল ডিসটেন্স রেখে চলছি , ঢাকা শহরের এই বস্তিগুলোর কি হবে যেখানে একটি ছোট্ট নোংরা খুপরি ঘরে বাবা-মা চার/পাঁচটি ছেলে মেয়েকে নিয়ে থাকে? পরিবারের মা-বাবা দুজনই হয়তো দিন মজুর- মা হয়তো কাজের বুয়া, অথবা গার্মেন্টস এ কাজ করে, বাবা হয়তো রিকশাচালক! আজ কারখানা, স্কুল কলেজ বন্ধ- মানে দিন মজুরদের উপার্জন ও বন্ধ! ভাগ্যের নির্মম শিকার এই বস্তিবাসী পরিবারগুলো করোনার প্রাদুর্ভাব হলে সমগ্র বস্তি নিমেষে উজাড় হয়ে যাবে, অথবা করোনা আসার আগেই অনাহারে মারা যাবে!

এই হতভাগ্য মানুষগুলোর পাশে আমরা বুয়েট ব্যাচ ৯০ দাঁড়াতে চাই, ৫০০ টি সাহায্যের হাত বাড়িয়ে দিতে চাই যে যেভাবে পারি! বস্তিবাসী ৫০০ টি পরিবার যেন অনাহারে না মারা যায়, ন্যূনতম করোনা প্রতিরোধের সুযোগ পাই, এটাই আমাদের উদ্দেশ্য ! এই প্রজেক্ট এ জাকাতের টাকা সংকটময় মুহূর্তে গরিব মানুষের কাছে পৌঁছে দেয়ার সুযোগ রয়েছে! আমরা যাঁরা দেশের বাইরে থেকে দেশের জন্য দুশ্চিন্তা ছাড়া আর কিছুই করতে পারছিনা, তাদের কে মুক্তহস্তে contribute করার জন্য বিনীত অনুরোধ রইলো!

আমরা 20K -30K উঠাতে পারলে meaningfully এই unfortunate মানুষদের কে সাহায্য করতে পারবো বলে আশা করছি!

আমাদের প্ল্যান হলো ঢাকা শহরের দিন মজুর শ্রেনির পরিবার গুলোর কাছে অন্তত দশদিনের খাদ্য এবং করোনা প্রতিরোধক প্রয়োজনীয় সামগ্রী বাড়িতে বাড়িতে সরবরাহ করা যাতে দশদিন তাদের ঘরের বাইরে বের হতে না হয়!

আলহামদুলিল্লাহ, এই অত্যন্ত টাইম ক্রিটিকাল কাজটি বাংলাদেশে অবস্থানরত বুয়েট ৯০ এর বন্ধুরাই teamwork এর মাধ্যমে করার জন্য এগিয়ে এসেছে ! মূলত মিরপুর ক্লাব ( ফাউন্ডিং মেম্বার: মাহবুব আলম ) আমাদের প্ল্যানকে execute করার দায়িত্ব নিয়েছে! পাশাপাশি সহযোগিতায় থাকবে শাহরিয়ার আহমেদ চৌধুরী এবং রাশেদ মুজিব নোমান !

Fundraising to Asif Sadik’s Distressed Family:

We officially closed the fundraiser

Our Buetian ( Civil 94) younger brother Asif Sadiq (Antu) passed away on December 3rd, 2022 at the age of 46. He was our beloved friend Kazi Asma Sultana Lira’s (Chem ‘90) brother-in-law and Arif Bhaiya’s ( EE ‘89) younger brother. 

He was diagnosed with acute blood cancer (Leukaemia) in 2021 and underwent a bone marrow transplant later in the year. Unfortunately, he suffered from chronic Graft Versus Host Disease (GVHD) as a negative consequence of the transplant. In the last couple of months, the GVHD has proven to be untreatable and his condition was deteriorating at a faster rate in RBWH in Brisbane, Australia and he is no more. 

Asif, his wife Rushmi and 13 year old son Rafid lives in Spring Mountain, QLD. Due to his acute illness, he was unable to sustain an employment for nearly 2 years which invalidated all his insurance coverage. Moreover, his wife was unable to work as she was the main caregiver of Asif. Additionally, they had to stay in isolation to avoid contracting COVID 19. These dire circumstances caused a substantial financial strain on the family. Besides the daily living costs, the family is burdened with increasing medical and mortgage expenses.

Let’s stay beside Asif’s family for the next 12-24 months till his wife finds a suitable employment.

Fundraising to support Friends for a Friend Project:

We officially closed this fundraiser on November 30, 2020 after raising $5,847.

“বন্ধুর জন্য বন্ধু” প্রজেক্ট :
=====================
“বন্ধুর জন্য বন্ধু” কখনো লাইফ ইন্সুরেন্স, কখনো মেডিকেল ইন্সুরেন্স! আমাদের সৌভাগ্য যে, আমাদের একজন “parent” এর চিকিৎসাকালীন সময়ে আমরা বন্ধুর পাশে দাঁড়াতে পেরেছি – অত্যন্ত দ্রুততার সাথে টাইম critical Funding এর ব্যবস্থা করতে পেরেছি সবাই মিলে! আমরা সত্যি অভিভূত এবং কৃতজ্ঞ যারা না জেনেই বন্ধুর পাশে দাঁড়িয়েছে বিনা প্রশ্নে ! 

আমাদের দুর্ভাগ্য, আমরা সর্বান্তকরণে চেষ্টা সত্ত্বেও আমাদের “parent” কে আমাদের মাঝে ধরে রাখতে পারিনি ! সৃষ্টিকর্তা নিশ্চয়ই সবচেয়ে ভালো জানেন আমাদের জন্য সবচেয়ে ভালো কোনটি -পরম করুনাময় হয়তো তাঁকে অনেক কষ্ট থেকে অব্যাহতি দিয়েছেন ! আমাদের শুধু এইটুকু প্রাপ্তি – তাঁর আশীর্বাদ ! আমাদের এইটুকু সান্তনা – আমরা শেষ মুহূর্ত পর্যন্ত তাঁর পাশে থেকে চেষ্টা চালিয়ে গেছি ! আমরা খুব কম  সময় পেয়েছিলাম বন্ধুর পাশে দাঁড়ানোর জন্য, কিন্তু আমরা অভিনব সাড়া পেয়েছি, আলহামদুলিল্লাহ!

বন্ধুরা, মনে রেখো বন্ধুত্ব একটি নিশ্চয়তা ! আমরা সব সময় “বন্ধুর জন্য বন্ধু” হয়ে থাকবো ইনশাল্লাহ !

Fundraising to support a Deceased Buet Batch 90 Friend’s Family:

This was the first fundraiser of BUET Batch 90 nonprofit organization. One of our Batch 90 friend had a sudden death in January 2020. He left behind two children and an unemployed spouse in North America. We started a fundraiser immediately after our friend’s departure to cover some of the immediate living expenses of the family and build a small fund for the future of his children.

Our goal was to raise $20,000. We officially closed this fundraiser on May 4, 2020 after raising $22,616. Among the total collection, $17,220 was raised in US via nonprofit account, friends in Canada collected $4050, friends in Australia collected $1,346 and friends in Bangladesh raised $5,000.

We thank all our BUET Batch 90 friends, who donated and took initiative to raise this fund for the family of our deceased friend!